প্রিয় বন্ধুরা আজ আমি
ইয়উটিউব বিখ্যাত একটা পণ্য এর রিভিউ করবো।যেহেতু পণ্যটা খুবই বাজেট friendly তাই ইয়উটিউব এ এর অনেক রিভীউ পেয়ে যাবেন। এিপুরার মতো জায়গাতে
যেহেতু ইয়উটিউব বিখ্যাত পণ্য গুলো খুব কমই পাওয়া যায় তাই হটাত পেয়ে খুব খুশি
হয়ে যাই। তাই যারা Kolkata
বা মেট্রো city তে থাকেন তারা যারা সহজেই পণ্যটা পেয়ে যাবেন। পণ্যটা হলো ওয়ানকিনা লিকুইড আইলাইনার। চলুন ওয়ানকিনা লিকুইড আইলাইনার আমার তা কেমন লাগলো দেখে নেই।
মুল্য: এইটা ব্রাণ্ডেট পণ্য নয়। তাই দোকানের উপর নির্ভর করে এটার দাম। আমার দাম লেগেছিলো 120 টাকা
প্যাকেজিং এবং আয়তন : এইটার সাথে কিছুই মোড়ক কিছুই পাওয়া যায় নি। তাই আনদাজ এর
উপরই নির্ভর করতে হবে। আয়তন 1 মিলিলিটার মতো পণ্য পাওয়া যাবে। পণ্য টা কালির কলম এর মতো। তাই যারা নুতন মেকআপ শুরু করেছেন তাদের জন্যে খুব সোজা
হবে আইলাইনার টানতে।ভারসাম্য থাকবে কলমের উপর।
উপাদান লিসট: উপাদান লিসট কিছু নেই আইলাইনার সাথে যেহেতু কোনো মোড়ক পাওয়া যায় নি এর সাথে।যাদের সংবেদনশীল চোখ তারা পণ্যটা এড়িয়ে যেতে পারেন।
আমার অভিজ্ঞতা : এই আইলাইনার রং টা বেশ কালো। একদম জেট ব্ল্যাক যাকে বলে এতোটা কালো নয়। ফিনিশটা বেশ গ্লসি।
যাদের গ্লসি ফিনিশ ভালো লাগবে আইলাইনারটা।আইলাইনারটা মেবলীন হাইপার শাপ্ আইলাইনার মতো। আইলাইনারটার সব থেকে ভালো পয়েন্ট হলো যে এর লংলাষ্টিং প্রভাব।
এতো লংলাষ্টিং
প্রভাব খুব কম আইলাইনারের আছে যেগুলি শাস্রয়ীমূল্যের মধ্যে আছে ইন্ডিয়ান বাজারে। এইটা প্রায় আট ঘন্টার মতো চোখে থেকে যায় যদি আপনি বারে বারে চোখ না ধরেন। অত্যন্ত
গরমেও আইলাইনারটা অনাসয়ে থেকে যায় চার ঘন্টার মতো তাও তৈলাক্ত চামড়াতে।আইলাইনারের ফেল্টটিপ যেটা আছে সেটা ভীষন তীক্ষ নয় আবার একদম ভোতাও নয়। আমার
ফেল্টটিপটি বেশ ভালো লেগেছে কারন অতি তীক্ষ আর বড় ফেল্টটিপে আঙ্গুলের ভারসাম্য থাকে
না। যদি আপনার শুকনো আইলিড হয় তালে লংলাস্টিং প্রভাব আরো বেড়ে যাবে।
আমার ইয়উটিউব এ পর্যালোচনা আছে ওয়ানকিনা লিকুইড আইলাইনার নিয়ে। আমি এটাকে তুলনা করেছি ইন্ডিয়ান বাজারে আর একটা বিখ্যাত আইলাইনার প্লাম কাজল এর সাথে।
অবশেষে এটাই বলতে চাই ওয়ানকিনা লিকুইড আইলাইনারটি দৈনন্দিন জীবনে খুব উপযুক্ত বিশেষত এই গরমে ।